সাহাদাত হোসেন (দিপু) ঃ-
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীর পাড়া বাজারে দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কায় আবদুর রহমান রতন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় ওই মোটরসাইকেল আরোহী কলেজছাত্র জোবায়ের ইসলাম হাসিব গুরুতর আহত হন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের হাজিরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রতন সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি পথচারী রতনকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই সময় একই দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হাসিব গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি থানা হেফাজতে আছে। কিন্তু অটোরিকশাটি আটক করা যায়নি।’