চন্দ্রগঞ্জ থানার ওসির সাঁড়াশি অভিযান প্রয়োজনে আরও কঠোর হতে বাধ্য হবো

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন দিপু :-
সাধারণ মানুষকে ভিবিন্ন উপায়ে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ব্যাবস্থা নেওয়ার পরেও মানুষ সেই নির্দশনা অমান্য করেই চলছে। রবিবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে রোডে সরকারী নির্দেশনা অমান্য করেই বিভিন্ন যানবাহন চলাচল ও থানার মান্দারী বাজারে দিঘুলী বাজারে ব্যাপকভাবে লোক সমাগম হওয়ায় ও দোকান খোলা রাখার কারনে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

রবিবার রাত ৯ টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কের রাস্তায় সরকারী নির্দেশনা অমান্য করেই বিভিন্ন যানবাহন চলাচল এবং মান্দরী বাজার ও দিঘুলী বাজারে জরুরি প্রয়োজন ব্যতিত আসা মানুষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এবং গ্রামের কয়েকটি চায়ের দোকানে বিনা প্রয়োজনে মানুষ আড্ডা দেওয়ায় ধাওয়া দিয়ে চএ-ভঙ্গ করে দেওয়া হয়। এর আগে রবিবার বিকালে সেলুন মোবাইল ও কাপড়ের দোকানসহ কয়েকটি দোকানকে প্রথমবারের মতো সতর্কতা করে বন্ধ করে দেওয়া হয়। এবং কয়েকটি চায়ের দোকান থেকে কেটলি নিয়ে আসা হয় ।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দীন দিগন্তের আলোকে বলেন, দেশে করোনা ভয়াবহতার দিকে যাচ্ছে, আমরা বিভিন্ন মাধ্যমে মানুষকে করোনার ভয়াবহতার সম্পর্কে সচেতন করেছি, কিন্তু মানুষ কোন কথায় কানে নিচ্ছেনা লক্ষীপুর জেলার মাননীয় পুলিস সুপার স্যারের নির্দেশনা আমরা মাঠে নেমেছি, সাধারণমানুষ এখনো যদি সচেতন না হয় দেশের ও সচেতন মানুষের স্বার্থে আমরা এরপর থেকে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *