লক্ষীপুর শীত কুয়াশা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

সদর

সাহাদাত হোসেন (দিপু)
ডিসেম্বরের মাঝামাঝি থেকে কনকনে শীত, ঘন কুয়াশা এবং গত দুই দিন ধরে টিপ টিপ বৃষ্টির কারণে শীতকালিন শাকসবজি ও বোরো আবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে মাত্র পরিপক্ক হতে শুরু করা আলুর ক্ষেত ক্ষতিগ্রস্থ হতে পারে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিএ ।
লক্ষীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম জানান, এই আবহাওয়া অব্যাহত থাকলে বিশেষ করে আলু, বোরোর বীজতলা ও সবজি জাতীয় ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, কৃষি বিভাগের পক্ষে উপজেলাভিত্তিক উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে।
লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার শান্তির হাট এলাকার কৃষক আব্দুর রহিম বলেন, ‘আবহাওয়ার কিছুই বোঝা যাচ্ছে না। দুই দিন শীত কম আবার দুই দিন প্রচন্ড শীত! এখন আর শীতের সেই দাপট নেই। আবার রাতে বৃষ্টি তো সকালে উঠছে রোদ। আবহাওয়ার এই লুকোচুরি খেলায় আলু ক্ষেত নিয়ে আমরা ভীষণ দুশ্চিন্তায় আছি।
দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃষক কুদ্দুস বলেন, ‘বৃষ্টি শুরুর পর থেকে আলুক্ষেতের দুশ্চিন্তায় রাতে ঘুম হয়নি। এইভাবে টানা বৃষ্টি হতে থাকলে আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হবো।
মান্দারী ইউনিয়নের আবুল কালাম ও রোকেয়া বেগম ভোরের ডাককে বলেন, ‘ধানে ধারাবাহিকভাবে লোকসানের কারণে লাভের আশায় এবারে আলু ও টমেটো রোপণ করেছি। গাছও বেশ ভালো হয়েছে। কিন্তু গত কয়েকদিন শীতের প্রকোপ ও কুয়াশা এখন আবার টানা বৃষ্টির কারণে ক্ষেত নিয়ে চিন্তিত আছি। গতকাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নতুন করে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আলু ও টমেটোর জমিতে পানি জমে যাচ্ছে। এতে করে ক্ষেতে পোকা মাকরের আক্রমণ বাড়বে। যার কারণে ফলন নিয়ে সংশয় তৈরি হয়েছে।’ একইসঙ্গে বৃষ্টির কারণে সরিষা ও বোরো বীজতলার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *