দিগন্তের আলো ডেস্ক :-
করোনা ভাইরাস রোধে সারাদেশে মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে। এতে মানুষ স্বাভাবিক অসুস্থ্য হলেও আতঙ্কে ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছেন না। এমন পরিস্থিতিতে লক্ষ্মীপুরের সরকারি-বেসরকারি সব হাসপাতাল এখন ফাঁকা। তাই জেলার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এমনই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
মেডিকেল হটলাইনে ফোন দিলেই চিকিৎসা সেবা দিতে ভ্রাম্যমান মেডিকেল টিম রোগীর বাড়িতে যাবে। মেডিকেল টিম হটলাইন নাম্বার দু’টি হলো, ০১৮৮৯৭৫৩০৩৯ ও ০১৬৩১৬২০৮০৫।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ভ্রাম্যমান মেডিকেল টিম’র উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম সেবা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ফার, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ পরিচালক মানিক চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারী পুলিশ সুপার মং নে থোয়াই মারমা, সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, এনএসআই ফিল্ড অফিসার রাজিব প্রমূূখ।
সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ফার জানান, করেনা ভাইরাস প্রাদুর্ভাবে মানুষ অসুস্থ্য হলেও ভয়ে হাসপাতাল যেতে চাচ্ছেন না। তাই জেলার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ফোন দিলেই এভ্রাম্যমান মেডিকেল টিম চলে যাবে রোগীর বাড়িতে। এতে সার্বিক সহযোগিতা করেছেন এম ছাত্তার ট্রাস্ট। তিনি আরো জানান, চিকিৎসা সেবা নিতে দুটি হট লাইন চালু রয়েছে। প্রাথমিক রোগের চিকিৎসা ও পরামর্শ পাওয়া যাবে এ হট লাইন ও ভ্রাম্যমান মেডিকেল টিমের কাছে।
পুলিশ সুপার ড. এ. এইচ. এম কামরুজ্জামান বলেন, জেলার সকল ভুক্তভোগী রোগী ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে সেবা পাবে। করোনার দূর্যোগের মুহুর্তে কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে দিকে লক্ষ্য রেখে এ মেডিকেল টিম কাজ করবেন বলে আশা করি।
এদিকে এর আগে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ. কে. এম সালাহ উদ্দিন টিপুর উদ্যোগে একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল টিমটি বাড়ি বাড়ি গিয়ে রোগীদের সেবা দিচ্ছেন।