ছেলের নাম ভাইরাস, মেয়ের নাম করোনা!

আইন আদালত

দিগন্তের আলো ডেস্ক :-
করোনায় আক্রান্ত হওয়ার পরও কোনো সমস্যা ছাড়াই যমজ সন্তানের জন্ম দিলেন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস। ৩৪ বছর বয়সী এই নারী মেক্সিকোর নাগরিক। কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরও দুই সন্তানকে জগতের আলো দেখাতে পেরেছেন, সেই খুশিতেই হয়তো ছেলের নাম রাখলেন ভাইরাস এবং মেয়ের নাম করোনা!
মেক্সিকোর জেনারেল লা ভিলার সিটি হাসপাতালে ২৭ মার্চ রাত ২টায় যমজ সন্তানের জন্ম দেন আন্নামারিয়া। গর্ভবতী থাকাকালীন তার করোনাভাইরাস ধরা পড়ে। যতটুকু না নিজের জন্য তারচেয়ে বেশি অনাগত সন্তানের জন্য চিন্তিত হয়ে পড়েছিলেন আন্নামারিয়া। শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকায় আনন্দ ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালজুড়ে।
হাসপাতালের চিকিৎসক এদুয়ার্দো ক্যাস্তিলাস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিজে করোনায় আক্রান্ত হওয়ার পরও এমন একটি আতঙ্কজনক পরিস্থিতিতে মনের জোর ধরে রাখা খুব কঠিন। আন্নামারিয়া সেটা পেরেছেন। চিকিৎসক হিসেবে আমরাও খুব খুশি হয়েছি। জন্মের পরপর অনেকটা মজার ছলেই আমি যমজ দুই সন্তানকে ডাকলাম ভাইরাস ও করোনা নামে। সেটা যে মায়ের পছন্দ হয়ে যাবে, তা ভাবিনি।
মা এবং দুই সন্তান-তিনজনই ভালো আছেন। চিকিৎসকরা আশা করছেন, আন্নামারিয়া দ্রুতই করোনাভাইরাস মুক্ত হয়ে উঠবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *