এ এক অন্যরকম ওসি

চন্দ্রগঞ্জ

সাহাদাত হোসেন (দিপু)
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লাঠি কিংবা অস্ত্র নিয়ে নয়, এবার ওসি ও পুলিশ বাহিনীর সদস্যরা সাধারণ মানুষের পাশে ছুটে গেলেন অন্য উদ্দেশ্যে। দুস্থ ও অতিদরিদ্র মানুষজনকে হাতে তুলে দিলেন খাদ্যসহায়তা ও করোনাভাইরাস প্রতিরোধক বিভিন্ন সামগ্রী।
বিভিন্ন বাজার ও এলাকায় ঘুরে মাইকিং, লিফলেট, ও দুরত্ব রেখা একে দিচ্ছেন, এবং কি জনসাধারণকে করোনাভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন করছেন, সবাইকে সরকারের আইন নিয়ম মেনে সচেতনতার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতার সাথে চলার জন্য অনুরোধ করছেন।
হে বলছি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন ও অএ থানার পুলিশ সদস্যদের কথা। বিগত কয়েকদিন থেকে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ৯ টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় পুলিশকে এমন মানবিক দায়িত্ব পালন করতে দেখা গেছে।

মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হতে জনতার। সেই মন্ত্র সামনে নিয়ে করোনাভাইরাসের ভয়ে ঘরে আটকে পড়া মানুষের পাশে দাঁড়াল চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এই ছাড়াও ওসি জসিম উদ্দিন থানার বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিয়ে তৈরি করেছে বৃত্ত। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলার জন্য অনুরোধ জানিয়েছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন মানবিক এমন উদ্যোগ প্রসঙ্গে বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে পুলিশের নিজস্ব অর্থায়ন থেকে দুস্থ অতিদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস মাত্র। তিনি বলেন, দুষ্টের দমন সৃষ্টের পালনের সঙ্গে মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, সেই মন্ত্র নিয়েই আমরা এই সময় আরো মানবিক হতে চেষ্টা করছি। ওসি আরও বলেন , নেতিবাচক নয়, পুলিশ সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা তৈরি করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *