দিগন্ত ডেস্ক ঃ-
মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের তিন নারীসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনাস্থল আমাদের এখান থেকে অনেক দূরে। সার্কেল এএসপি ও আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।