চন্দ্রগঞ্জে ২৪ ব্যবসায়ীর ৯১ হাজার টাকা জরিমানা

চন্দ্রগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক :-
নিত্যপণ্যের দাম বৃদ্ধি করায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২৪টি প্রতিষ্ঠানের ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এসময় স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ জেলা মার্কেটিং অফিসের কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

উপজেলা পরিষদের অফিস সহকারী প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন- করোনাভাইরাস সংক্রমনের সুযোগকে কাজে লাগিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে দোকান বসানো, লাইসেন্স ও অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যসামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯, বাংলাদেশ গ্যাস আইন অনুযায়ী ২৪টি প্রতিষ্ঠানের ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও একই অপরাধ করলে আরো কঠোর আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *