দিগন্তের আলো ডেস্ক :-
করোনা ভাইরাসকে পুঁজি করে লক্ষ্মীপুরের কমলনগরে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় ৯ মুদি দোকানে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার হাজিরহাট ও তোরাবগঞ্জ বাজারে ব্যবসায়ীদের এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন।
তোরাবগঞ্জ বাজারের সহিদ ষ্টোর ৫০ হাজার, মেসার্স হাজী করিম এন্ড ব্রাদার্স ৫০ হাজার, আরিফ ষ্টোর ৫০ হাজার, ইসমাইল ভ্যারাইটিজ ষ্টোর ৫০ হাজার, রাকিব ষ্টোর ৫০ হাজার ও জয়নাল ষ্টোরে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে হাজিরহাটে হালিম ট্রেডার্স ৫০ হাজার, নাহিদ ট্রেড্র্স ১০ হাজার, মুদি দোকান ১০ হাজার।
এসময় কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে চাল, পেয়াজ ও আলুসহ বিভিন্ন ভোগ্য পন্যের মূল্য বৃদ্ধি করছে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোগ্যপন্য বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলে ও জানান তিনি।