দিগন্তের আলো ডেস্ক : –
সারা দেশের হল মালিকরা ঈদের সময় শাকিব খানের ছবির দিকে তাকিয়ে থাকেন। তাঁর ছবি মানেই দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। আগে এক ঈদে একাধিক ছবি মুক্তি পেত শাকিবের। কিন্তু দুই বছর ধরে প্রতি ঈদে মাত্র একটি করে ছবি মুক্তি দিয়ে আসছেন তিনি। সুপারহিটও হয়েছে ছবিগুলো। কিন্তু এবার শাকিবের সব হিসাব-নিকাশ পাল্টে যেতে বসেছে। সেন্সর হওয়া একটি মাত্র ছবি—‘বিদ্রোহী’ আছে ঝুলিতে। তাও আবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ছবিটি পহেলা বৈশাখ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। তাহলে রোজার ঈদে মুক্তি পাওয়ার মতো শাকিবের ছবি কই?
কিছু দিন আগে শাকিব বলেন, বদিউল আলম খোকনের নির্মিতব্য ‘আগুন’ ছবিটি রোজায় মুক্তি পাবে। কিন্তু দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির অর্ধেক শুটিং এখনো বাকি। প্রতিষ্ঠানটির কর্ণধার আরমান ক্যাসিনো মামলায় জেলে। পরিচালক চেষ্টা করেও নতুন লগ্নিকারক খুঁজে পাচ্ছেন না। তাহলে কি শাকিব খান ছাড়াই এবার ঈদ উদ্যাপন করতে যাচ্ছেন দর্শক-হল মালিকরা!