গণতন্ত্রকে হত্যা করে বেগম জিয়াকে কারারুদ্ধ করা হয়েছে: ফখরুল

বাংলাদেশ

দিগন্তের আলো ডেস্ক : –

গণতন্ত্রকে সুকৌশলে হত্যা করে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র দ্বি-বার্ষিক সম্মেলনে একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, কারাগার থেকে মুক্ত হলে সরকারের সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে বেগম জিয়া আন্দোলন গড়ে তুলবেন এই ভয়ে অন্যায়ভাবে তার জামিন আটকে রেখেছে সরকার।

তিনি বলেন, তিনি অনেক অসুস্থ, এত অসুস্থ যে তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। কিন্তু তাকে মুক্ত করছে না। তার একটা মাত্র কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত হয়ে আসেন। তাদের এত যে অপকর্ম এই অপকর্মের বিরুদ্ধে তিনি জনমত গড়ে তুলবেন। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *