দিগন্তের আলো ডেস্ক : –
নেত্রকোনার দুর্গাপুরে মুজিববর্ষকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় প্রতিদিন তিনজন পাগল অথবা ভিক্ষুককে আগামী এক বছর দুপুরের খাবার খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে।
রোববার দুপুরে এ কর্মসূচি শুরু করেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিপ্লব মজুমদার।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি রাজনৈতিক ইতিহাস। তিনি সারা জীবন ক্ষুধার্ত মানুষের রাজনীতি করেছেন। সেই আদর্শ বুকে লালন করে আমি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় গরিব-দুখি মানুষদের আহার করানোর সিদ্ধান্ত নিয়েছি।
ভোগের নয়-ত্যাগের রাজনীতি থেকে শিক্ষা নেয়ার জন্য এ কাজ শুরু করেছি বলে তিনি উল্লেখ করেন।
অভিযুক্ত প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার বলেন, ‘পড়ার নেয়ার সময় হলে ওই মেয়ে নানা অজুহাত দেখিয়ে ক্লাস থেকে বের হতে চায়। আমি পড়া দিয়ে বের হতে বললে সে ক্লাসে প্রস্রাব করে দেয়। আমি জামাকাপড় খুলেছি, তবে প্রস্রাব পরিষ্কার করেছি অন্য কাপড় দিয়ে। এটা নিয়ে এত হৈ চৈয়ের কি আছে।’