দিগন্তের আলো ডেস্ক : –
লক্ষ্মীপুরে মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখায়, আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছে লক্ষ্মীপুর (সদর) মডেল থানার ওসি আজিজুর রহমান মিয়া। এ নিয়ে তিনি (৮ম) অষ্টমবারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
রবিবার (১৫ মার্চ) সকালে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আজিজুর রহমান মিয়ার নাম ঘোষণা করেন।
এসময় পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম সেবা) মানবিক কাজের স্বীকৃতি ও জেলা পুলিশে বিশেষ অবদান রাখায় সদর থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান মিয়ার হাতে সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান করেন। এ ছাড়াও তিনি আরো ০৭ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এর পুরষ্কারে ভুষিত হন।