দিগন্তের আলো ডেস্ক :
হোম অব ক্রিকেটে যেখানে দেশের জার্সিতে খেলা স্বপ্ন দেশের ক্রিকেটারদের সেখানেই নিজের স্বপ্নকে বাস্তবে দেখলেন লক্ষ্মীপুরের তরুণ পেসার হাসান মাহমুদ। অভিষেকে দেশের জার্সিতে কোন উইকেট না পেলেও বল হাতে গতি আর সুইংয়ে মুগ্ধ করেছেন ২০ বছর বয়সী এই পেসার।
অভিষেক হয়ে যেতে পারত অবশ্য আরও আগেই। গত বিপিএলে দারুণ পারফরম্যান্স করে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। শেষ ম্যাচে খেলার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলে অপেক্ষা বাড়ে হাসানের।
পরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে ডাক পেলেও একাদশে জায়গা পাননি। সেই দলের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অবশেষে পেলেন দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।
প্রথম ডেলিভারিই ছিল দারুণ। ব্যাটসম্যানকে চমকে দিয়েছিলেন সুইং দিয়ে। প্রথম ওভারে তিনি উইকেটও পেতে পারতেন। কিন্তু ক্যাচ নিতে পারেননি আল আমিন হোসেন।
শেষ পর্যন্ত উইকেট না পেলেও তার বোলিংয়ে প্রতিভার ঝলক দেখা গেছে ভালোভাবেই। বিশেষ করে ডেথ ওভারে বার বার টেলরদের গতিতে ভড়কে দিয়েছেন এই পেসার। ৪ ওভারে ২৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।