মামা-ভাগ্নের মৃত্যু, মুহূর্তেই শোকে পরিণত বিয়ের অনুষ্ঠান

আইন আদালত

দিগন্তের আলো ডেস্ক :
সিরাজগঞ্জের শাহজাদপুরের রূপবাটি ইউনিয়নের শেলাচাপরি মিস্ত্রীপাড়ায় নদীতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিমেষেই শোকে পরিণত হলো বিয়ের অনুষ্ঠান।

শুক্রবার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেলাচাপরি মিস্ত্রীপাড়ায় নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিস্ত্রীপাড়া গ্রামের মৃত মদন সূত্রধরের ছেলে প্রান্ত সূত্রধর (১০) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের পরিতোষ সূত্রধরের ছেলে চঞ্চল সূত্রধর (৭)। তারা দুজনে সম্পর্কে মামা-ভাগ্নে।

জানা যায়, স্বজনদের সাথে মামাতো বোনের বিয়েতে বেড়াতে এসেছিল তারা দু’জন। এ ঘটনায় বিয়ের অনুষ্ঠান শোকে পরিণত হয় ও বিয়ের সব আয়োজন বন্ধ হয়ে যায়।

প্রান্তর কাকা সুজিত সূত্রধর জানান, সকাল থেকেই বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। দুপুরের দিকে প্রান্ত ও চঞ্চল বাড়ির পাশের হুরাসাগর নদীতে গোসল করতে যায়। তারা দু‘জনই এক সাথে পানিতে নেমে খেলা করছিল। সবার অজান্তে এক পর্যায়ে সাতার না জানা চঞ্চল গভীর পানিতে ডুবে যায়। ধারণা করা হচ্ছে চঞ্চলকে উদ্ধার করতে গিয়ে প্রান্তই পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি।

এ ঘটনার প্রায় ২ ঘণ্টা পর দু’জনের মরদেহ পানিতে ভেসে উঠে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। বিয়ে বাড়িতে এখন আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে।

বিডি-প্রতিদিন/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *