সাধারণ মানুষের কল্যাণে নিজের শেষটুকু দিয়ে কাজ করে যাবো, করোনা নিয়ে আলোচনায় চেয়ারম্যানদের বললেন ওসি জসিম উদ্দিন।

চন্দ্রগঞ্জ

 

সাহাদাত হোসেন (দিপু) –
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের উদ্বেগে, ১৩ই মার্চ শুক্রবার চন্দ্রগঞ্জ থানার অধীনস্থ সকল হউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে থানার অফিসার ইনচার্জ এর কক্ষে, করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
উক্ত আলোচানায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব জসীম উদ্দীন, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আজিজুল ইসলাম, লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহিম, দিঘুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিব, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাটোয়ারী,সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্ধ।
এইসময় চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনসার্জ জসিম উদ্দিন চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে করোনাভাইরাস সম্পর্কে ব্রিফিং প্রধাণ করেন। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে অনুরোধ করে বলেন জন-সাধারণকে করোনাভাইরাস সম্পর্কে বুঝাতে, ও আতংকিত না হয়ে যেনো সবাই সচেতন হয়। এইসময় চেয়ারম্যানদ্বয় ওসিকে আস্বস্ত করে বলেন,আপনার এই মহতী উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ, এবং আমরা অবশ্যই জনসাধারণকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করবো। এবং জন-সাধারন যাতে করোন ভাইরাসে আক্রান্ত না হয় সে বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করবো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *