করোনা আতঙ্কে বাতিল হতে পারে আইপিএল

খেলাধুলা

 

দিগন্তের আলো ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এ মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাতিল হয়ে যাবে কি না এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যে জল্পনার কেন্দ্রে ভারতের মহারাষ্ট্র প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের একটি মন্তব্য। সোমবার তিনি বলেছেন,‘একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত হলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এ রকম প্রতিযোগিতা পরেও আয়োজন করা যায়। আইপিএল বাতিল হয়ে যাবে কি না এই নিয়ে আলোচনা চলছে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী আগেই বলেছেন,‘আমরা আইপিএল নিয়ে সমস্ত রকম সতকর্তামূলক ব্যবস্থা নেব। জানি না এটা ঠিক কী। আমাদের মেডিক্যাল টিমই এ ব্যাপারে বলতে পারবে। মেডিক্যাল টিম হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।’

উল্লেখ্য, ২০২০ সালের আইপিএল শুরু হওয়ার কথা আগামী ২৯ মার্চ থেকে। শেষ হবে ২৪ মে। সাতটি ম্যাচ হওয়ার কথা মুম্বাইয়ে। যার মধ্যে উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গত বছরের ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংসের লড়াইও রয়েছে। সোমবার পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *