লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ ধাওয়া করে যুবককে আটক করেছে জনতা।

আইন আদালত সদর

দিগন্তের আলো ডেস্ক :-

লক্ষ্মীপুরে ধাওয়া করে দেশীয় অস্ত্র ও দুটি বিদেশি পিস্তলসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের তালতলা এলাকা থেকে সোহেলকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি দেন। এসময় তারা তারেককে গুলি করার ভয়ও দেখান। একপর্যায়ে পিস্তল প্রদর্শন করেন। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে পালিয়ে যান। তবে জনতার হাতে সোহেল ধরা পড়েন। তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি বিদেশি পিস্তল এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

খবর পেয়ে সেনা সদস্য ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ ওই যুবককে আটক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছ জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার ও কীভাবে ওই যুবকের কাছে আসছে তা জানা যায়নি। ঘটনা তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *