দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযানে নেমেছে প্রশাসন। শনিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের মুদি-কাঁচা, মুরগি-মাংসের দোকানে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, বনিক সমিতি, ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দোকানীকে ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা এবং কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানের সময় অবৈধভাবে পণ্যের দাম বেশি রাখায় উত্তম কুমার নাথ স্টোরকে পাঁচ হাজার, রাজ্জাক স্টোরকে তিন হাজার, আবদুর রহমানকে ২০০ টাকা, আল আমিন ভাণ্ডারকে এক হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় সৌদিয়া মাংসের দোকানের মালিক সোহেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আল আমিন স্টোর, রিহান ট্রেডার্স ও কিষান মুরগির দোকান মালিককে সর্তক করা হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স কমিটির যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যে ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করবে, ওজনে কম দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।