দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুর সদর ও কমলনগর উপজেলায় বন্যাকবলিত হয়ে মানবেতর জীবনযাপন করছে উপজেলার বেশিরভাগ মানুষ। বন্যার পানি কমা শুরু করলেও বেড়েছে রোগ। আশ্রয়কেন্দ্রে অবস্থান করা বানভাসিরা ডায়রিয়া, চর্মরোগ, জ্বর, সর্দিকাশি ও বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, দুই উপজেলায় আশ্রয়কেন্দ্রগুলোতে তিল পরিমাণ জায়গা নেই । সবগুলো আশ্রয়কেন্দ্রেই ছিল বন্যাকবলিত মানুষের উপচে পড়া ভিড়।
রবিবার (১ সেপ্টেম্বর ) সরেজমিনে কিছু আশ্রয়কেন্দ্রে দেখা যায়, অবস্থানরত বেশিরভাগ নারী-শিশু, বৃদ্ধা ও অন্তঃসত্ত্বা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসাসেবা।
দিঘুলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের একটি আশ্রয়কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত আকলিমা বেগম বলেন, পাতলা পায়খানা করতে করতে শেষ। আজ তিনদিনেও স্যালাইন খেতে পাইনি।
বৃদ্ধ মো. কালাম হোসেন বলেন, আমার হার্টে সমস্যা। প্রতিদিন ওষুধ খাওয়া লাগে। আশ্রয়কেন্দ্র আসার সময় যা ছিল নিয়ে আসছি। আজ দুদিন ওষুধ শেষ, বুকের ব্যথা বেড়েই যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের বলেন, এতদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মেডিকেল টিম পরিচালনা করা হয়েছে। তবে এখন বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগব্যাধির উপদ্রব বেড়ে যাওয়ায় আমরা পুরো বন্যাকবলিত এলাকায় আরও বৃহৎভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে চিকিৎসাসেবা দেব।