দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের কমলনগরে মাছ ধরতে গিয়ে খালে বন্যার পানির স্রোতে ডুবে মো. হৃদয় (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার ফরাজি সমাজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মোল্লাপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে।
চরলরেন্স ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হৃদয় খালে জাল ফেলে মাছ শিকার করতে যায়। খালের পানিতে প্রচুর স্রোত ছিল। একপর্যায়ে জাল ফেলতে গিয়ে স্রোতের টানে হৃদয় পড়ে যায়। এতে ডুবে গিয়ে সে মারা যায়। তার দাফন সম্পন্ন হয়েছে।
তবে কমলনগর থানার ওসি (তদন্ত) আবদুল জলিলের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি জানেন না বলে জানান। তিনি বলেন, এ ঘটনার বিষয়ে পুলিশকে কেউ কিছুই জানায়নি।