দিগন্তের আলো ডেস্ক ঃ-
রায়পুরের সেচ্ছাসেবক দলের নেতা সুজনের লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদরের উত্তর তেমুনি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এ পর্যন্ত ১৩জন নিহত হয়েছেন। এর মধ্যে রায়পুরের সেচ্ছাসেবক দল নেতা সুজনও রয়েছেন।
ওই দিন আগুনে পুড়িয়ে দেওয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপুর বাসা থেকে ২৫ জনকে জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে উপজেলা চেয়ারম্যান ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা কে কোথায় আছেন তা এখনও জানা যায়নি।
বুধবার সকালে সদর হাসপাতালের মর্গ থেকে রায়পুর উপজেলার বামনী ইউপির ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুজন হোসেন (চায়না) লাশ পাওয়া যায়। রাতে তাকে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে তমিজ মার্কেট এলাকার বাসা থেকে আন্দোলনকারীদের ওপর টিপুর নেতৃত্বে গুলি চালানো হয়েছে।