দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে (৪ আগষ্ট) হামলার ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপুসহ ১শ’ ৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮শ জনকে আসামী করা হয়েছে।
(১৪ আগষ্ট) বুধবার রাতে পৃথক দুটি মামলা করেন নিহত সাদ আল আফনান এর মা নাছিম আক্তার ও নিহত মো: সাব্বিরের বাবা আমির হোসেন।
এতে আফনান হত্যা মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামী করা হয়। অপর নিহত মো: সাব্বির হত্যা মামলায় মূল আসামী করা হয় ৯২ জনকে। এ মামলায় অজ্ঞাতনামা দেখানো হয় ২০০ জনকে ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় (৪ আগষ্ট) তিতাখাঁ মসজিদ হতে তমিজমার্কেট পর্যন্ত ও শহরের মাদাম ব্রিজ এলাকায় নিরিহ ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপুসহ তার সন্ত্রাসী বাহিনী এতে শহরের মাদাম ব্রিজের সামনে আফনান ও তিতাখাঁ মসজিদের পাশে সাব্বির নিহত হয়।
এঘটনায় গতকাল বুধবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় উপস্থিত হয়ে নিহত আফনান এর মা বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করে এর কিছুক্ষণ পর নিহত সাব্বিরের বাবা আমির হোসেন ৯২ জনের নাম উল্লেখ করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন।