লক্ষীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে ফিরিয়ে দিল এক ছাত্র

রায়পুর

 

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরের রায়পুর থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র ফিরিয়ে দিয়েছে এক ছাত্র। প্রায় ৩০-৪০ জনের একদল দুবৃত্ব থানা ভাংচুর ও জালিয়ে দিয়ে সকল অস্ত্রগুলো লুটে নিয়ে যায়। এখন সেগুলো জমা দিতে শুরু হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি হলো-একটি শটগান।

উল্লেখ্য- বুধবার থেকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হোসেনের নেতৃত্বে প্রতিদিন ৮ জন করে আনসার সদস্য থানায় দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকাল ৪টায় অস্রটি রায়পুর থানা প্রাঙ্গনে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হোসেনের হাতে তুলে দেয়া হয়। পরে আনসার কর্মকর্তা অস্রটি জেলা কমান্ডেন্ট অফিসারের কাছে হস্তান্ত করেছেন। এসময় দক্ষিণ চর আবাবিল ইউপির আনসার দলনেতা সৈয়দ আহাম্মদসহ ৮ সদস্য উপস্থিত ছিলেন।।

স্থানীয়রা জানান, গত সোমবার ৫ আগস্ট দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা রায়পুরের বাসটার্মিনাল থেকে ট্রাফিক মোড় এলাকায় জড়ো হয়। এরপর তারা সেখানে আনন্দ উল্লাস করতে থাকে। এর পর সন্ধার পরে আনন্দ মিছিল থেকে কয়েকজন ইটপাটকেট নিক্ষেপ করে। উত্তেজিত সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালায়।।

পরবর্তীতে উত্তেজিত একদল দুবৃত্ত্ব থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। পরে সকল অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী একটি অস্র উদ্ধার করে জমা দিয়েছে।

এ বিষয়ে রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হোসেন বলেন, একজন ছাত্র একটি অস্ত্র (শর্টগান) উদ্ধার করে জমা দিয়েছে। পরে অস্রটি ইউএনও ইমরান খানের নির্দেশনায় সেনাবাহিনির লক্ষ্মীপুরের অফিসারের কাছে জমা দিয়েছি। বাকি অস্ত্রগুলো ফেরত পাওয়া গেলে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্র ফেরত দেওয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলে জানান এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *