লক্ষ্মীপুরে নারীর চেয়ে পুরুষের সংখ্যাই কম

লক্ষ্মীপুর

 

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে জনশুমারি ও গৃহগণনার প্রতিবেদন প্রকাশনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। এ জেলায় ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ হাজার জনসংখ্যা রয়েছে। এরমধ্যে ৪৭.১২ শতাংশ পুরুষ ও ৫২.৮৮ শতাংশ নারী। এতে জেলায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় ৬ ভাগ বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ে সভাটি বাস্তবায়ন করা হয়েছে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ।

সভায় উপস্থাপিত জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, লক্ষ্মীপুরে জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে ৯ লাখ ১৩ হাজার ৯৯ জন পুরুষ, ১০ লাখ ২৪ হাজার ৭৬৩ জন নারী ও ৮৬ জন হিজরা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জেলায় পুরুষের চেয়ে ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন নারী বেশি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *