দিগন্তের আলো ডেস্ক ঃ-
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৬৯ হাজার ৭০৪ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ মে) রাত ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এদিকে টানা তিনবার চেয়ারম্যান হয়ে হ্যাট্রিক করেছেন টিপু। ২০১৪ সালে প্রথমবার নৌকা প্রতীক নিয়ে টিপু চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার দলীয় হেভিওয়েটদের ম্যানেজ করে নির্বাচনী মাঠে নামেন টিপু। বিপুলভোট পেয়ে চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হয়েছেন। ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউই তার আশেপাশে নেই। টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি।
টিপুর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ঘোড়া প্রতীকে রহমত উল্লাহ বিপ্লব ৬ হাজার ৩৯৭, দোয়াত কলমে আবুল কাশেম ৩ হাজার ৫০৫, মোটরসাইকেলে মো. নিজাম উদ্দিন ১ হাজার ২৫৯ ও আনারস প্রতীকে আবুল কাশেম চৌধুরী ৭৬২ ভোট পেয়েছেন।
তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভাইস চেয়ারম্যান নির্বাচনে। এতে বই প্রতীকে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ইউছুফ পাটোওয়ারী ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের হাফিজ উল্যা পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট। তারা ছাড়াও আরো ৩ জন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা ৬১ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে কাজী খালেদা আক্তার ২৮ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। এ পদে আরো একজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
প্রসঙ্গত, তৃতীয় ধাপের নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার একটি পৌরসভা ও ২১টি ইউনিয়নের ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এ উপজেলা মোট ভোটার ৬ লাখ ১৯ হাজার ৬৪৫। এর মধ্যে ভোট পড়েছে ৮৪ হাজার ৫৪৭। প্রদত্ত ভোটের শতকরা হার ১৩.৬৪ শতাংশ।