জালভোটে সহায়তা করায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

কমলনগর

 

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুরের কমলনগরে জালভোটে সহায়তা করায় এক কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। এছাড়া রামগতি ও কমলনগরের দুটি কেন্দ্রের বাহিরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, কমলনগরের চরজাঙ্গালিয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসানকে বিকেলে জাল ভোটে সহায়তা করার অভিযোগে তাকে আটক করা হয়। তিনি কমলনগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, মেহেদীর বিরুদ্ধে তার কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাল ভোটে সহায়তার অভিযোগটি কমিশনকে জানিয়েছেন। তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি আইনশৃৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন।

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক, দুই কেন্দ্রে মারামারি

এদিকে বুধবার দুপুরে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের আটজন আহত হন। কাপ পিরিচের প্রার্থী শরাফ উদ্দিন আজাদ ও দোয়াতকলমের প্রার্থী আবদুল ওয়হেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় উভয়পক্ষের শতাধিক সমর্থক ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের সমর্থকরা পালিয়ে যায়।

এছাড়া কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় একজন গুরতর আহত হয়েছে বলে জানা গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাঈদুর রহমান জাগো নিউজকে বলেন, কেন্দ্রের বাহিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ জন, ১০ জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *