দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে আটকা পড়েন সুইপার। তাকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিকও মারা গেছেন। নিহত বাড়ির মালিকের নাম রিয়াদ হোসেন। তবে সুইপারের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ একই এলাকার নুরুল হক পাটোয়ারী বাড়ির নুরনবী লেদার ছেলে ও স্থানীয় বাবুর হাট বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী।
সেপটিক ট্যাংকে আটকা সুইপার, বাঁচাতে গিয়ে বাড়ির মালিকেরও মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে একজন সুইপার পশ্চিম রাখালিয়া এলাকার পাটোয়ারী ভিলার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। এসময় সুইপার সেখানে আটকা পড়েন। এতে বাড়ির মালিক রিয়াদ তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামেন। পরে ট্যাংকের ভেতরেই দুজন মারা যান। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সেপটিক ট্যাংক ভেঙে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।