লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

আইন আদালত

 

দিগন্তের আলো ডেস্ক ঃ-

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন সভাপতি ও রহমত উল্লাহ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দিবাগত রাত ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবীর ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী সভাপতি জসিম জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক বিপ্লব সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি এ কে এম তৌহিদুর রহমান (জামায়াত), মো. আবুল খায়ের (আওয়ামী লীগ), সহ-সম্পাদক ইমরান হোসেন মাছুম (জামায়াত), মোহাম্মদ নুর হোসেন মিন্টু (বিএনপি), পাঠাগার সম্পাদক নুর উদ্দিন সুজন (আওয়ামী লীগ), সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস (বিএনপি), অডিটর তারেক আল আমিন রিশাদ, সদস্য জামাল উদ্দিন (আওয়ামী লীগ), আবদুল আহাদ শাকিল পাটোয়ারী (বিএনপি), আশিকুর রহমান (বিএনপি), ইয়াহইয়া সোহাগ (আওয়ামী লীগ), আরিফুল ইসলাম (জামায়াত) ও আনোয়ার হোসাইন সুজন (বিএনপি)।

নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন বলেন, আমি সবসময় সহকর্মীদের পাশে ছিলাম। সবাইকে নিয়ে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো। আমাকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *