শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

অপরাদ কমলনগর

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের কমলনগরে ফসলের ক্ষেত থেকে আবুল কাশেম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহত কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে কাশেমের।

কামেশের বাবা আবু সায়েদ জানান, গতকাল মঙ্গলবার কাশেম তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বুধবার সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন আরাফাত বলেন, কাশেম মঙ্গলবার বিকেলে তার শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যান। সকালে শ্বশুরবাড়ির পাশের একটি ফসলের ক্ষেতে তার মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।

কমলনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, কাশেমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাক-মুখে দিয়ে রক্ত বের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *