দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষীপুরের সদর উপজেলা থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর কলে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দু’জন হলেন— ফরহাদ হোসেন ফাহিম (২৩) ও হাসান গাজী (২২)।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার বিকেলে লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়নের চরমন্ডল থেকে একজন কলার ৯৯৯-এ ফোন করে জানান তার পাশের শামীম পাটোয়ারীর বাড়িতে অস্ত্রসহ ডাকাত ঢুকেছে। চিৎকার চেঁচামেচি শুনে তারা এলাকার লোকজন মিলে বাড়িটি ঘেরাও করে রেখেছেন।
তিনি আরও জানান, এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল শুভ শেখ লক্ষ্মীপুর সদর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছে থেকে এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় ।
এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জাতীয় জরুরি সেবা সূত্রে জানা গেছে।