দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রামগঞ্জে পাল মেডিকেল হল, ফুডস ভিলেজ রেস্টুরেন্ট, ফেমাস মডেল ফার্মেসী, এবং শেখ ডিপার্টমেন্টাল স্টোরসহ, মোট চারটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে রামগঞ্জ উপজেলার রামগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার লক্ষ্মীপুরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সূত্র জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ১০,০০০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় পাল মেডিকেল হল কে ৫০০০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ফেমাস মডেল ফার্মেসিকে ১৫০০০ হাজার, এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় শেখ ডিপার্টমেন্টাল স্টোরকে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার লক্ষ্মীপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।