দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ভোট শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৩টিতে নৌকার প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান এ ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ আসনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।
লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৪০ হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী সেলিনা ইসলাম ৯ হাজার ২৮ ভোট পেয়েছেন।
লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী এমএ সাত্তার ৩৫ হাজার ৬২৮ ভোট পেয়েছেন।
লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোশাররফ হোসেন ৩৩ হাজার ৩০১ ভোট পেয়েছেন।