দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরে একটি অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর-টু-রামগতি সড়কের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দুইটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে রাতে ও সকালে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থন জানিয়ে দলটির নেতাকর্মীরা ওই এলাকা বিক্ষোভ মিছিল করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঢাকা মেইলকে জানান, হরতাল সমর্থনে সকালে ভবানীগঞ্জ এলাকায় বিএনপি বিক্ষোভ-মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা তার জানা নেই।