লক্ষ্মীপুরের চারটি আসনে নৌকার মাঝি হলেন যারা

লক্ষ্মীপুর
  1. দিগন্তের আলো ডেস্ক ঃ-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে সারাদেশের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সম্প্রতি উপ-নির্বাচনে অংশ নেওয়া গোলাম ফারুক পিংকুকে রেখেই জেলার চারটি আসনে নৌকার মাঝি ঘোষণা করেন তিনি।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে গোলাম ফারুক পিংকু ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী নৌকার মনোনয়ন পেয়েছেন।

লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি। ফলে ২০২১ সালের ২১ এপ্রিল আসটিতে উপ-নির্বাচনে নয়ন সংসদ সদস্য নির্বাচিত হন।

অপরদিকে গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি। আসনটির সাবেক সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। এতে গত ৫ নভেম্বর উপ-নির্বাচনে নৌকা মার্কা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পিংকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *