দিগন্তের আলো ডেস্ক ঃ-
দেশবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় লক্ষ্মীপুরে বায়জিদ বোস্তামি ওরফে বায়জিদ বিন মাসুদ নামে এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ সদর উপজেলর বশিকপুর ইউনিয়নের গঙ্গাশিবপুর গ্রামের মাসুদ আলমের ছেলে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মাসুদ নামে বেনামে আইডি খুলে জঙ্গি সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতো। সে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আদালতে তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। এতে আদালত তাকে সাজা প্রদান করে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশবিরোধী পোস্টসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নামে-বেনামে আইডি খুলে মাসুদ জঙ্গি সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতেন। বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনে তিনি জিহাদের পথে উদ্বুদ্ধ হন। দেশের সংবিধান ও সরকারকে তিনি স্বীকার করতেন না। দেশবিরোধী কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। ২০২২ সালের ১৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদকে তার বাড়ি থেকে র্যাব-৩ এর সদস্যরা আটক করে। তখন তার ব্যবহৃত মোবাইলটিও জব্দ করা হয়। মোবাইলটিতে তার দেশবিরোধী ও জিহাদি কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য খুঁজে পায় র্যাব। পরদিন র্যাব-৩ এর নায়েক সুবেদার (ডিএডি) মনির উদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন। এতে মাসুদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়।
গত ১৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী আদালতে মাসুদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।