দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুর-৩ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে লক্ষ¥ীপুর পৌর আওয়ামী লীগের ব্যানারে শহরের এন আহম্মদিয়া সরকারি বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এর আগে নোয়াখালীর চৌরাস্তা এলাকা থেকে নেতাকর্মীরা তাকে মাইক্রোবাস ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে আনেন।
সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ¥ীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীর সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ¥ীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
লক্ষ¥ীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বকুল, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক পিংকু বলেন, নৌকা প্রতীকে সংসদ সদস্য পদে নির্বাচন সারাজীবনের স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছেন। আমি এলাকার সর্বস্তরের জনগণের পাশে থেকে কাজ করেছি। ইনশাআল্লাহ, ৫ নভেম্বর বিপুল ভোটে জয়ী হবো।
দলীয় সূত্র জানায়, রোববার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে লক্ষ¥ীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পিংকু জেলা আওয়ামী লীগের টানা দুবারের সভাপতি। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা। সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে মঙ্গলবার বিকেলে লক্ষ¥ীপুর জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রার্থীসহ ছয়জন মনোনয়নপত্র নিয়েছেন। বুধবার (১১ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
মনোয়নয়নপত্র সংগ্রহকারী অন্যরা হলেন- জাকের পার্টির শামছুল করিম, জাতীয় পার্টির মুহাম্মদ রাকিব হোসেন, স্বতন্ত্র প্রার্থী মনীন্দ্র কুমার নাথ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম। জাতীয় পার্টির দুজনের মধ্যে যিনি দলীয় মনোনয়ন দেখাতে পারবেন তার কাগজপত্র লাঙল প্রতীকের জন্য যাচাই-বাছাই করা হবে। অন্যজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়। তবে দল থেকে রাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান।