নিখোঁজের দুইদিন পর নদী থেকে ভেসে উঠল কিশোরীর মরদেহ

অপরাদ রামগতি

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরের রামগতিতে নিখোঁজের দুইদিন পর মেঘনা নদীতে মরিয়ম আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ ভেসে উঠেছে।

শনিবার বিকেলে রামগতি উপজেলার বয়ারচর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি। এর আগে বুধবার গভীর রাতে মরিয়ম নিখোঁজ হন।

মরিয়ম নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর নিজাম এলাকার দিনমজুর মহি উদ্দিনের মেয়ে।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মরিয়ম মানসিক প্রতিবন্ধী ছিলেন। বুধবার গভীর রাতে সে বাড়ি থেকে সবার অগোচরে বের হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার সন্ধানে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছিল। বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে। শনিবার বিকেলে রামগতি উপজেলার বয়ারচর এলাকার মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে নদীতে মরিয়মের মরদেহ ভেসে ওঠে।

রামগতির বড়খেরী নৌ-পুলিশের পরিদর্শক (ইনচার্জ) মো. ফেরদৌস আহম্মদ বলেন, ধারণা করা হচ্ছে মরিয়ম নিজেই নদীতে ঝাঁপ দিয়েছে। এতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ ছিল না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *