দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরের রামগঞ্জে যাত্রী সেজে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও হাতে ছুরিকাঘাত করে রিপন হোসেন নামের এক চালকের অটোরিকশা নিয়ে পালিয়েছে এক দুর্বৃত্ত। এসময় তার সঙ্গে থাকা মোবাইলফোন ও টাকা-পয়সাও নিয়ে যান তিনি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে রামগঞ্জ পৌর শহরের পশ্চিম-দক্ষিণ আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় রিপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
রিপন রামগঞ্জ পৌর শহরের কাজিরখীল এলাকার মনির উদ্দিন বেপারী বাড়ির আবদুল কাদেরের ছেলে।
আহত রিপনের জামাই রবিউল ইসলাম জানান, তার শ্বশুর রিপন রামগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আঙ্গারপাড়া যান। এসময় আঙ্গারপাড়া চেরাগআলী রোডের বাগান বাড়ি এলাকায় ওই যাত্রী রিকশা থেকে নামেন। রিকশা থেকে নেমেই তিনি তার শ্বশুরের চোখে-মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ ও হাতে ছুরি দিয়ে আঘাত করেন ওই যাত্রী। পরে পকেটে থাকা মোবাইল, টাকা-পয়সা ও রিকশাটি নিয়ে তিনি পালিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমির ফয়সাল বলেন, রিপনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নোয়াখালী পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।