দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরে বিএনপির কারাবন্দি ২৫ নেতাকর্মীকে বৃহস্পতিবারের মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া। বুধবার (১৪৩ সেপ্টেম্বর) কারাবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে জেলা বিএনপির ব্যানারে শহরের গোডাউন রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পুরাতন গো হাটা রোডের বাসভবন প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়েছে।
এসময় জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ ব্যাপারী, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফেরদৌস আহমেদ মানিক, লক্ষ¥ীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্যসচিব অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ১৮ জুলাই শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর হামলা করে। ওইদিন আমাদের শতাধিক নেতাকর্মী আহত হন। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের কৃষকদল নেতা মো. সজিবকে কুপিয়ে হত্যা করে। এরপর পুলিশ আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেছে। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমানসহ ২৫ নেতাকর্মীকে কারাবন্দি করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।