দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরের চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহ্বায়ক ও তাজু ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যরা হলেন সদস্য নুর আলম বাবলু, ফারুক হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সালাউদ্দিন টিটু, আবু তাহের, এম এ সামাদ, কাজী দেলোয়ার, শিমুল হোসেন, নাদিম মাহমুদ অন্তর, সিয়াম সিকদার, মো. নাজিম উদ্দিন, শাহাদাত হোসেন, দিদার হোসেন বাবলু, মিরাজ হোসেন ও সাইফুল ইসলাম রাজন।
দলীয় সূত্র জানায়, আগামী ১৬ সেপ্টেম্বর চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ সম্মেলন সফল করতে ১৭ সদস্যবিশিষ্ট প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু বলেন, চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগকে স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সাবেক ছাত্রলীগ নেতাদের ঠিকানা হবে স্বেচ্ছাসেবক লীগ।
লক্ষ¥ীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে চন্দ্রগঞ্জ থানায় সম্মেলনের লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সম্মেলনের আয়োজন করা হবে।
চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু কাছে ভাবমূর্তির সংকটে পড়া সংগঠনকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে, ব্যাতিক্রমি সাংগঠনিক কোন পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন।
সৎ ও দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ায় আমাদের মূল চেলেন্জ । তিনি আরও বলেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের ভাবমূর্তি সংকটে পড়া সংগঠনকে সঠিক ধারায় ফিরিয়ে সত্যিকার অর্থেই ‘স্বেচ্ছাসেবক’ লীগ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন যারা সৎ, যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, যারা সাহসী ও দুঃসময়ে সংগঠনের জন্য কাজ করেছে, তাদের খুঁজে বের করে দলীয় নেতাকর্মীদের পরামর্শে নেতা নির্বাচিত করা হবে। যারা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংগঠনের জন্য কাজ করছে, তাদের মাঝ থেকেই অপেক্ষাকৃত তরুণ ও ত্যাগী নেতাদের সামনে আনা হবে।’যারা রাজপথে থেকেছেন, আন্দোলন করেছেন, ইনশাআল্লাহ চন্দ্রগঞ্জ থানার প্রতিটি ইউনিয়নে তারাই নেতৃত্ব আসবে। এতে সংগঠন যেমন শক্ত হবে; তেমনি জননেত্রী শেখ হাসিনার হাতও শক্তিশালী হবে। আমরা চাই ত্যাগী, স্বচ্ছ ও ক্লিন ইমেজের নেতারা চন্দ্রগঞ্জ থানার প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ ।