দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ইলিয়াস হোসাইনসহ তার তিন ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে। ইলিয়াসের চাচাতো ভাই রাসেল ও মাহবুব দলবল নিয়ে এ হামলা করেন বলে অভিযোগ করেছেন আহতরা।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের আন্দিরপাড় বাজারে এ ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন ইলিয়াসের ভাই মো. সুজন, রুবেল হোসেন ও রবিন হোসেন। তারা পশ্চিম করপাড়া গ্রামের সেনের রফিক উল্যার ছেলে।
ইলিয়াস রামগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্ত মহসিন ও মাহবুব একই বাড়ির মোফাজ্জল হোসেনের ছেলে।
আহতরা জানান, সন্ধ্যায় ইলিয়াস ও তার ভাই সুজন আন্দিরপাড় বাজারে আসেন। এরপর অন্য দুই ভাই রুবেল ও রবিনও আসেন। চার ভাইকে এক জায়গায় দেখে হঠাৎ করে মহসিন ও মাহবুব দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটাসহ দলবল নিয়ে তাদের ওপর হামলা চালান। এসময় হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যান।
উভয়পক্ষের মধ্যে বাড়িতে একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালিয়ে চার ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ইলিয়াসকে সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।