দিগন্তের আলো ডেস্ক ঃ-
নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে ডিম বিক্রিসহ পণ্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১২ আগস্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
জানা গেছে, ডিমের বাজার ও কাঁচা বাজারের অস্থিতিশীলতা নিরসনে শনিবার (১২ আগস্ট) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। এ সময় পাইকারী এক পিস ডিম ১২ টাকা ৫০ পয়সা নেওয়ার কথা থাকলে ১৩ টাকা ৫০ পয়সা করে বিক্রি করছিলেন দেলোয়ার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এছাড়াও বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ মিলে ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজ নামে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরবর্তীতে কাওছার মিয়া ভোক্তা অধিকার আইনে ডিমের দাম ১ টাকা বেশি নেওয়ায় দেলোয়ার এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ইব্রাহিম বাণিজ্যালয়, হোসেন অ্যান্ড ব্রাদার্স ও বলাকা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন।
কাওছার মিয়া বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ডিমের বাজার ও কাঁচা বাজারের অস্থিতিশীলতা নিরসনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ডিম বেশি দামে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৯ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।