দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৪৭) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এশার আজানের সময় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুননুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম। দুই বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন তিনি। কামরুল পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।
এশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
লক্ষ¥ীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।