দিগন্তের আলো ডেস্ক :
জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্তর। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। প্রশাসনিকভাবে একটি জেলা একটি বিভাগের অধিক্ষেত্রভুক্ত। বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগ এর অন্তর্গত ৬৪টি জেলা রয়েছে। এখানে ৬৪ জেলার মোট পুরুষ-মহিলা ও মোট জনসংখ্যার তথ্য দেয়া হয়েছে।
জেলা ভিত্তিক মোট জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে ঢাকা জেলায় মোট ১ কোটি ২০ লক্ষ ৪৩ হাজার ৯৭৭ জন নাগরিক। আর সব থেকে কম জনসংখ্যা বান্দরবনে ৩ লক্ষ ৮৮ হাজার ৩৩৫ জন।