দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ¥ীপুরে ৫০০ টাকার ২৭৮ নোট (এক লাখ ৩৯ হাজার) রাখার দায়ে আবদুল মতিন চৌধুরী (৪০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।
মতিন রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরআফজল গ্রামের আবদুর রউফ কামরুলের ছেলে। তিনি মতিন চৌধুরী, মিজানুর রহমান, মিজানুর রহমান মতিন ও মিজানুর রহমান মুতিন পরিচয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করতেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, আসামির কাছ থেকে ৫০০ টাকা নোটের এক লাখ ২৯ হাজার জাল টাকা জব্দ করা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার সূত্র জানায়, মতিন ইয়াবা ও জাল টাকার ব্যবসায় জড়িত। চরআফজল গ্রামের বাড়িতেই তিনি ইয়াবা ও জাল টাকার ব্যবসা করছিল। ২০২১ সালের ১৮ এপ্রিল মতিনের বাড়িতে র্যাব-১১ লক্ষ¥ীপুর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানকালে পালানোর সময় র্যাব মতিনকে আটক করে। পরে ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেন তিনি। পরে তার ঘর থেকে ৫১ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার শয়নকক্ষের বিছানার তোষকের নিচ থেকে ৫০০ টাকা নোটের তিনটি বান্ডেল জব্দ করা হয়। এতে ৫০০ টাকার ২৭৮টি (১ লাখ ৩৯ হাজার টাকা) নোট ছিল। এছাড়া তার ঘর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুইটি সীলসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। যা দিয়ে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করতেন। ঢাকার মতিঝিল, চট্টগ্রাম, লক্ষ¥ীপুর ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে।