জেনারেটরের তারে জড়িয়ে মারা গেছেন কনের ছোট ভাই

রামগঞ্জ

দিগন্তের আলো ডেস্ক ঃ-
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিয়ে বাড়িতে জেনারেটরের তারে জড়িয়ে মারা গেছেন কনের ছোট ভাই। এতে আনন্দের বদলে বিয়ে বাড়িতে চলছে শোকের মাতম।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফরনগর গ্রামের উত্তরপাড়া এলাকার বলি মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আয়ান একই বাড়ির সৌদি প্রবাসী ফিরোজ আহমেদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, কয়েক মাস আগেই ফিরোজের মেয়ের বিয়ের আকদ হয়েছে। ফিরোজ তখন সৌদিতে ছিলেন। ফিরোজ দেশে এলে মেয়েকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে উঠিয়ে দেবেন। সম্প্রতি ফিরোজ দেশে আসেন। শুক্রবার অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়। বাড়িও সাজানো হয়েছে। নানান রঙের বাতিতে আলোকসজ্জা বাড়ির সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। এতে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালে জেনারেটরের তারের সঙ্গে জড়িয়ে ফিরোজের ছেলে আয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়। আয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রুহুল আমিন আরও বলেন, রাতেই শিশু আয়ানের মরদেহ দাফন করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আনন্দের অনুষ্ঠানে শিশু আয়ান সবাইকে কাঁদিয়ে বিদায় নিয়েছে। ঘটনাটি খুবই বেদনাদায়ক।

স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন ও জুয়েল আহমেদ জানান, শুক্রবার ভোর থেকেই বিয়ের অনুষ্ঠানের রান্না-বান্নার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত রাতে কনের ছোট ভাইয়ের মৃত্যুতে সব বিষাদে পরিণত হয়েছে। সবার চোখে মুখে আনন্দ থাকার কথা থাকলেও, এখন সবার চোখে অশ্রু ঝরছে। আয়ানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফিরোজ তার মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর কথা ছিল। এর আগেই তার ছোট্ট ছেলেটিকে কবরে শুয়ে দিয়ে এসেছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না কেউ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জাগো নিউজকে বলেন, ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় কারও কোনো অভিযোগ ছিল না। এতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *