দিগন্তের আলো ডেস্ক :-
লক্ষীপুরে যৌতুকের টাকার জন্য নিজের শিশু বাচ্চাকে হত্যা চেষ্টা।লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা আধাবেলা অবস্থান ধর্মঘট পালন করেছেন।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার পাঁচ শতাধিক সোনা ব্যবসায়ী অংশ নেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা।
অবস্থান কর্মসূচি থেকে বাজুসের জেলা শাখার সভাপতি হরিহর পাল বলেন, ঘটনার পর থেকে লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য এ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তার সঙ্গে একাত্ম প্রকাশ করে একই দাবি জানিয়েছেন অন্য ব্যবসায়ীরাও।
এদিকে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
এসপি বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজন আটক আছেন। এ ঘটনায় পৃথক তিনটি মামলার প্রস্তুতি চলছে। এরমধ্যে একটি বিস্ফোরণ, একটি সোনা লুট এবং একটি সড়ক দুর্ঘটনা আইনে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে পিকাপভ্যানযোগে একদল ডাকাত পৌর শহরের কলেজ রোড এলাকার চৌধুরী সুপার মার্কেট এলাকায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় একই মার্কেটের আর কে শিল্পালয়ে ঢুকে সোনা ব্যবসায়ী অপু কর্মকারকে এলোপাতাড়ি কুপিয়ে দোকানে থাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায়। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় তাদের বহনকৃত পিকআপটি লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ইটেরপুল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ সময় তাদের গাড়ির নিচে চাপা পড়ে সফি উল্যা (৭০) নামে এক পথচারী নিহত হন। আহত হন ইসমাঈল হোসেন নামে আরও এক পথচারী। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য রনি ও মনসুর নামে দুজনকে আটক করে পুলিশ।