লক্ষীপুরে যৌতুকের টাকার জন্য নিজের শিশু বাচ্চাকে হত্যাচেষ্টার অভিযোগ ।

অপরাদ কমলনগর

রামগতি সংবাদদাতা :-
লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুক না পেয়ে নিজের আড়াই মাস বয়সি ছেলের গলায় পা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার চরকালকিনি ইউনিয়নের নাজিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আবুল বাশার (২৫) নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক বছর আগে কমলনগরের চরকালকিনি ইউনিয়নের নাজিরগঞ্জ এলাকার আব্দুল আলীর মেয়ে লিমা আক্তারের (১৮) সঙ্গে আবুল বাশারের বিবাহসম্পন্ন হয়। বিয়ের দুমাস না যেতেই স্ত্রী লিমা আক্তারকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী আবুল বাশার।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকত। একপর্যায়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় আবুল বাশার। এদিকে বাপের বাড়িতে থাকার ১০ মাসের মাথায় একটি পুত্রসন্তানের জন্ম দেন লিমা।

লিমা আক্তারের মামা আবু ছিদ্দিক যুগান্তরকে জানান, বিয়ের পর থেকে ভাগ্নি লিমা আক্তার তাদের বাড়িতেই পড়ে আছে। এরই মধ্যে ভাগ্নির ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়। মঙ্গলবার সন্ধায় ভাগ্নি জামাতা আবুল বাশার তাদের বাড়িতে ঢুকে জোরপূর্বক শিশু সোহানকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বাড়িতে পুরুষ সদস্যরা না থাকায় নারীরা তাকে বাধা দেয়। এ সময় ধস্তাধস্তি করে কেড়ে নিয়ে আবুল বাশার নিজের সন্তানকে গলায় পা দিয়ে হত্যা করার চেষ্টা করে।

চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসক শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে স্থানীয় লোকজন বাশারকে পুলিশের নিকট সোপর্দ করেন।

এ বিষয়ে হাজিরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (আইসি) মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে নিজের শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে আবুল বাশার নামে এক যুবককে আটক করা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *