কমলনগর সংবাদদাতা ঃ-
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে এক তরুণী (১৮) অনশন করেছে। এ সময় তাকে পিটিয়ে আহত করেন স্বামী রাসেলসহ (২৩) শ্বশুর পরিবারের লোকজন।
এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ঘটনায় রাত ১১টার সময় স্বামী রাসেলসহ শ্বশুর পরিবারের পাঁচজনকে আসামি করে পুনরায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তরুণীর বাবা। ঘটনার পর থেকে রাসেলসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরকালকিনি ইউনিয়নের চরসামসুদ্দিন গ্রামের ছৈয়দ আহম্মদ মিস্ত্রির বাড়িতে।
অভিযুক্ত প্রবাসী রাসেল পার্শ্ববর্তী চরকালকিনি ইউনিয়নের চরসামসুদ্দিন গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।
ক্ষতিগ্রস্ত তরুণী জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাসেল প্রবাসে থাকা অবস্থায় মোবাইলে রং নাম্বারের মাধ্যমে তার পরিচয় হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাসেল ছুটিতে বাড়িতে আসেন। দেশে এসে বিয়ে করার আশ্বাসে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে বিয়ে করার জন্য বললে প্রেমিক রাসেল নানান তালবাহানা শুরু করে।
নিরুপায় হয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ উভয় পরিবারকে ডেকে বিয়ের ব্যবস্থা করে দেন। কিন্তু বিয়ের পর থেকে রাসেল শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করার চার মাস পরও রাবেয়াকে স্ত্রীর মর্যাদা না দিয়ে গোপনে আবারও বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করেন।
বিষয়টি জানতে পেরে স্ত্রীর মর্যাদা পেতে শুক্রবার বিকালে রাসেলের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। এ সময় রাসেলসহ তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে মারাত্মক জখম করে।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।